প্রতিবেদন : শিলাবৃষ্টির কারণে ফের বাড়ল পেঁয়াজের দাম। অসময়ের বৃষ্টিতে খরিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে অগ্নিমূল্য পেঁয়াজ। মহারাষ্ট্রের নাসিক জেলায় সোমবার পেঁয়াজের পাইকারি দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ আসে নাসিক থেকেই। আগামিদিনে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন-যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চাপ, পাল্টা শর্ত দিয়ে ‘কৌশল’ ইজরায়েলের
সোমবার নাসিক জেলার নিফাদ তালুকের লাসালগাঁও পাইকারি বাজারে পেঁয়াজের গড় দাম বা গড় লেনদেন মূল্য গত সপ্তাহের সীমা ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারই কুইন্টাল প্রতি দাম ছিল ৩,৭০০ টাকা। তা বেড়ে হয়েছে কুইন্টাল প্রতি ৪,৫০০ টাকা। পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, এই একদিনের অস্বাভাবিক বৃদ্ধি মূলত আবহাওয়ার কারণে। শিলাবৃষ্টিতে মাঠে থাকা এবং কাটা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। নাসিকের ডিন্ডোরি তালুকের এক ব্যবসায়ী বলেছেন, অনেক অঞ্চলে দেরিতে খরিফ ফসলের উৎপাদন শুরু হয়েছে। তার মধ্যেই জমিতে কাটা পেঁয়াজকে শিলাবৃষ্টির ধাক্কা সহ্য করতে হয়েছে।
আরও পড়ুন-তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হল বিজেপির বুথ সভাপতি
নাসিকের পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতির কারণে একদিনে দামের প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি ঘটেছে। নাসিক, আহমেদনগর, পুণে, ধুলে এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নাসিক, নন্দুরবাড় এবং অন্যান্য জেলাগুলিতেও শিলাবৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে কৃষকদের। পশ্চিমি ঝঞ্ঝার কারণে পূর্বাঞ্চলের বৃষ্টি ও শিলাবৃষ্টির মিশেলে বিপর্যয় তৈরি হয়েছে। এবছর বর্ষা দেরিতে আসার কারণে খরিফ রোপণ বিলম্বিত হয়। ২০২২ সালে ৩.২৯ লক্ষ হেক্টরের তুলনায় দেশে সামগ্রিকভাবে ২.৮৫ লক্ষ হেক্টর খরিফ পেঁয়াজ রোপণ করা হয়েছে।