তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হল বিজেপির বুথ সভাপতি

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেও বিজেপির খুনের রাজনীতি। খুন তৃণমূল কর্মী। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মৃত তৃণমূল কংগ্রেস সমর্থকের নাম অনুপ ডাকুয়া৷ কোচবিহারের বক্সিরহাটের মেসকোকা গ্রামের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপির বুথ সভাপতি পবিত্র বর্মন। তৃণমূল কংগ্রেস সমর্থককে খুন করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন দলের নেতা কর্মীরা৷ কোচবিহার বক্সিরহাট জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন-স্কুলে ভর্তির বয়সসীমা জারি নতুন নির্দেশিকা

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন চক্রান্ত করে এই খুন করা হয়েছে৷ বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই খুনের রাজনীতি করছে। মৃত দলের সমর্থকের বাড়িতে তারা গিয়েছিলেন। সবসময় পরিবারের পাশে থাকবে দল। রবিবার রাতে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনে এলাকায় মদ বিক্রি ও মদ্যপ অবস্থায় অশান্তি করার অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক বচসা। তা পৌঁছে যায় হাতাহাতিতেও৷ পরে দুপক্ষের বিরুদ্ধে লাঠি বাঁশ রড নিয়ে মারধরের অভিযোগ ওঠে৷ ঘটনায় জখম হয় উভয়পক্ষের পাঁচ জন। রবিবার রাত ১১ টা নাগাদ তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মেসকোকা এলাকায় ছিল স্থানীয় ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন। তা ঘিরেই তুমুল অশান্তি হয় এলাকায়।

আরও পড়ুন-যমজ নগরীতেও এবার পালিত হল দেব-দীপাবলি

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অনুপ ডাকুয়া নামে (৩৫) ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের পরিবার। মৃতের দাদা অসিত ডাকুয়ার দাবি তার ভাই -এর খুনের অভিযুক্তদের কড়া শাস্তি চান৷ গোটা ঘটনায় অভিযুক্ত সন্দেহে রাতেই দুই জন আটক করেছে বক্সিরহাট থানার পুলিশ। সোমবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং। বন্ধ স্থানীয় বাজারের দোকান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে তৃণমূল।

Latest article