স্কুলে ভর্তির বয়সসীমা জারি নতুন নির্দেশিকা

স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, ন্যূনতম ৬ বছর হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। তবে সাত বছরের কম হতে হবে।

Must read

প্রতিবেদন : প্রতি বছরই শিক্ষবর্ষের শুরুতে প্রথম শ্রেণিতে ভর্তির আগে বা জানুয়ারি মাসে ভর্তির সময়সীমার আগে কোন বয়সে কোন ক্লাসে ভর্তি, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে রাজ্য। এবারও গাইডলাইন আকারে নির্দেশিকা জারি করল রাজ্য। স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, ন্যূনতম ৬ বছর হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। তবে সাত বছরের কম হতে হবে।

আরও পড়ুন-যমজ নগরীতেও এবার পালিত হল দেব-দীপাবলি

ন্যূনতম ৭ বছর কিন্তু ৮ বছরের কম বয়স হতে হবে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে গেলে। ন্যূনতম ৮ বছর কিন্তু ৯ বছরের কম হতে হবে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য। ন্যূনতম ৯ বছর কিন্তু ১০ বছরের কম বয়স হতে হবে চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১০ বছর কিন্তু ১১ বছরের কম বয়স হতে হবে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১১ বছর কিন্তু ১২ বছরের কম বয়স হতে হবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১২ বছর কিন্তু ১৩ বছরের কম বয়স হতে হবে সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। এবং ন্যূনতম ১৩ বছর কিন্তু ১৪ বছরের কম বয়স হতে হবে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য।

আরও পড়ুন-গ্রামে শিক্ষকতা, সমস্যা মেটাতে বৈঠকে শিক্ষামন্ত্রী

রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, লটারির মাধ্যমেও যদি কোনও পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ না পান সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের আধিকারিকদের কাছে আবেদন জানাতে পারবেন পড়ুয়ার অভিভাবকেরা। ৩১ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের ভর্তি সুনিশ্চিত করবেন।

Latest article