সংবাদদাতা, বারাসত : কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যকে নস্যাৎ করে দিলেন বিজেপিরই বিধায়ক। কোনওরকম রাখঢাক না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির তীব্র সমালোচনা করে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বললেন, ঠাকুরবাড়ি থেকে দেওয়া মতুয়া কার্ড কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, সেটা হতে পারে হিন্দুত্বের প্রমাণপত্র।
আরও পড়ুন-শিলাবৃষ্টির জের, নাসিকে পেঁয়াজের দাম বাড়ল ৩০%
এদিন বাগদা ব্লকের হেলেঞ্চাতে দলের উদ্বাস্তু সেলের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং দলের জেলা নেতৃত্বের সামনেই অসীম সরকার উগরে দিলেন ক্ষোভ। বললেন, আমি রাজনীতি করতে এসে ভাঁওতা দিই না কখনও। এরকম হলে মতুয়া কার্ড ১০০ টাকা থেকে ২০০ টাকা হয়ে যাবে। এমনকী ৫০০ টাকা দিয়েও কার্ড কিনতে বাধ্য হবেন দরিদ্র মতুয়ারা। অর্থাৎ বুঝিয়ে দিলেন, নাগরিকত্বের পরিচয়পত্রের নামে আসলে মানুষকে ভাঁওতা দেওয়ার অপচেষ্টা চলছে।
আরও পড়ুন-যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চাপ, পাল্টা শর্ত দিয়ে ‘কৌশল’ ইজরায়েলের
লক্ষণীয়, রবিবার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, শান্তনু ঠাকুরের সই করা কার্ড যাঁদের কাছে থাকবে, ভারতীয় পরিচয়পত্র না থাকলেও বিনা বাধায় তাঁরা যেতে পারবেন দেশের যে কোনও প্রান্তে। এরপরেই বিজেপি বিধায়ক অসীম সরকারের এমন বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে গভীর অস্বস্তিতে ফেলে দিল গেরুয়া শিবিরকে। লোকসভা নির্বাচনের মুখে আরও গভীর হল দলের মধ্যে ফাটল।