কোটায় ২০ বছর বয়সী ছাত্রের রহস্যমৃত্যু

বাকি শিক্ষার্থীরা এই বিষয়ে জানায়, তারা হুসেনকে শেষবার দেখেছিল বিকেল ৪টের দিকে। এরপর তার ঘর ভেতর থেকে তালাবন্ধ ছিল, প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত

Must read

সোমবার রাজস্থানের (Rajasthan) কোটাতে (Kota) ২০ বছর বয়সী এক ছাত্র আত্মহত্যা করে মারা গিয়েছে। এই বছর এ পর্যন্ত এই ধরনের মামলার মোট সংখ্যা ২৮-এ পৌঁছেছে। ছাত্রটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ফৌরিদ হুসেন নামে চিহ্নিত হয়েছে। নিট পরীক্ষার্থী হোসেনকে শহরের ওয়াকফ নগর এলাকায় তার ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে খবর। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যকে নস্যাৎ বিজেপি বিধায়কের

সূত্রের খবর, ছাত্রটি ভাড়া করা এক আবাসনে থাকত। পাশাপাশি আরও কয়েকজন ছাত্র সেই আবাসনে থাকত। বাকি শিক্ষার্থীরা এই বিষয়ে জানায়, তারা হুসেনকে শেষবার দেখেছিল বিকেল ৪টের দিকে। এরপর তার ঘর ভেতর থেকে তালাবন্ধ ছিল, প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর শুরু হয় ডাকাডাকি। হোসেন তাদের ডাকে সাড়া না দেওয়ায় তার বন্ধুরা বাড়িওয়ালাকে হস্তক্ষেপ করতে বলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। ঘটনার বিষয়ে মন্তব্য করে, পুলিশ জানিয়েছে যে তারা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছে এবং তার পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর ছাত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন-লক্ষ্য পড়শি দেশ, ৪৮ ঘণ্টার মধ্যেই মঞ্জুর, চিকিৎসা ভিসার জন্য বিশেষ পোর্টাল

প্রসঙ্গত, কোটা গত কয়েক মাস থেকে ছাত্র আত্মহত্যার ক্ষেত্রে উদ্বেগজনক বৃদ্ধির সাক্ষী হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এখন সমস্ত কোচিং সেন্টারে সিলিং ফ্যানে অ্যান্টি-হ্যাঙ্গিং ডিভাইস ইনস্টল করা বাধ্যতামূলক করেছে এবং প্রতিষ্ঠানগুলিকে দুই মাসের জন্য কোনও পরীক্ষা পরিচালনা করা থেকে বিরত থাকার নির্দেশ জারি করেছে।

Latest article