লখনউ, ২৮ নভেম্বর : সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হওয়ার দিনই লখনউয়ের বাবু বানারসী দাস ইন্ডোর স্টেডিয়ামের অব্যবস্থায় ক্ষুব্ধ অংশগ্রহণকারী খেলোয়াড়দের অনেকে। তাঁরা তাঁদের অভিযোগের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।
আরও পড়ুন-আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ২০২৪ সালের আন্তর্জাতিক বইমেলার দিন
ওয়ার্ল্ড ট্যুরের সুপার ৩০০ টুর্নামেন্ট এটি। বিশ্বের অনেক নামী তারকা এই টুর্নামেন্টে অংশ নেন। কিন্তু এই মাপের একটি টুর্নামেন্ট শুরু হওয়ার প্রাক্কালে খেলোয়াড়দের পোস্ট করা যে ছবি সামনে এসেছে, তা অবাক করার মতো। ড্যানিশ খেলোয়াড়দের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে কোর্টের মধ্যে পাখি! স্বভাবতই এতে খেলোয়াড়দের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। সিঙ্গাপুরের আরেকজন খেলোয়াড় অভিযোগ করেছেন যে স্টেডিয়ামে ধুলোর জন্য কুয়াশার মতো লাগছে।
আরও পড়ুন-১৭ দিন পর, অবশেষে একে একে উদ্ধার করা যাচ্ছে শ্রমিকদের
২০৪ জন খেলোয়াড় মরশুমের এই শেষ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তবে দুই ভারতীয় খেলোয়াড় লক্ষ্য সেন ও এইচ এস প্রণয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে ভারতীয়দের মধ্যে সিঙ্গলস র্যাঙ্কিংয়ে সবার আগে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। খেলছেন বি সাই প্রণীত, কিরণ জর্জ, মিঠুন মঞ্জুনাথ ও প্রিয়াংশু রাওয়াত। মেয়েদের ইভেন্টে অংশ নিচ্ছেন মালবিকা বানসুদ, আকর্ষী কাশ্যপ, উন্নতি হুদা, অনুপমা উপাধ্যায়, অস্মিতা চালিহা, তানিয়া হেমনাথ, তাসনিম মির ও রুথভিকা শিবানী গাড্ডে।