আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ২০২৪ সালের আন্তর্জাতিক বইমেলার দিন

বাঙালি মানেই বইয়ের গন্ধে প্রেম। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল আগামী বছর ২০২৪ সালের আন্তর্জাতিক বইমেলার দিন

Must read

বাঙালি মানেই বইয়ের গন্ধে প্রেম। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল আগামী বছর ২০২৪ সালের আন্তর্জাতিক বইমেলার দিন (International Kolkata Book Fair)। আগামী ১৮ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেট ব্রিটেন এই বছর থিম কান্ট্রি হচ্ছে । আজ, মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফ থেকে বইমেলার দিন ঘোষণা করা হয়েছে।

আজ, মঙ্গলবার কলকাতার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দের উপস্থিতিতে এদিন দিনক্ষণ ঘোষণা করা হয়। জানুয়ারি মাসের শেষের দিকে এবার যেহেতু বোর্ডের পরীক্ষা তাই সকলের স্বার্থে এবার বইমেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। ২ টি শনিবার ও ২টি রবিবার ছাড়াও এবার পাওয়া যাবে ২৩ ও ২৬ জানুয়ারি যেটা ছুটির দিন।

প্রতিবছরের মতো আগামী বইমেলায় অংশগ্রহণ করছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া প্রভৃতি দেশ যদিও জার্মানি থাকছেন ১২ বছর পর। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা ইত্যাদি রাজ্যের প্রকাশনা। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন তো থাকছেই।

প্রসঙ্গত, এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, তিনদিনের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF, অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪। ২০২৩ সালের বইমেলায় এসেছিলেন ২৬ লক্ষ বইপ্রেমী মানুষ এসেছিলেন এবং বই বিক্রির পরিমাণ ছিল ২৫ কোটি টাকা।

Latest article