প্রতিবেদন : সবজি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আরও বেশি করে সুফল বাংলার স্টল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না দে নাগের প্রশ্নের জবাবে কৃষি বিপণন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না একথা জানান। তিনি বলেন, চলতি আর্থিক বছরে আরও ৯০টি নতুন সুফল বাংলা কেন্দ্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-শহরের ঘিঞ্জি এলাকার আগুন নেভাতে আরও ২০টি ছোট গাড়ি
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পেয়ারার জিআই ট্যাগের জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্য এক প্রশ্নের জবাবে বিজ্ঞান, কারিগরি ও জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, দফতরের ৩৪৮টি প্রকল্পের জন্য রাজ্য সরকার ৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। কলকাতায় বায়োটেক পার্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সেখানে আটটি সংস্থা কাজ করছে।