শহরের ঘিঞ্জি এলাকার আগুন নেভাতে আরও ২০টি ছোট গাড়ি

তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে এই কমিটি পুরো বিষয়টি দেখছে।

Must read

প্রতিবেদন : সংকীর্ণ এলাকায় আগুন নেভানোর কাজের সুবিধার্থে রাজ্যের অগ্নিনির্বাপণ দফতর নতুন ২০টি ছোট গাড়ি আনছে। একই সঙ্গে আরও ৪০টি বড় গাড়ির জন্য খোলা টেন্ডার ডাকা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী সুজিত বসু জানান, বর্তমানে নতুন ৬৫টি দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এর মধ্যে কালীঘাটের পুরনো কেন্দ্রটির সংস্কার করে নতুন কেন্দ্র তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন-ভাঙা যাবে না নির্মাণ, বিচারপতির জোড়া নির্দেশ খারিজ বেঞ্চে

মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন দমকলমন্ত্রী। এ ছাড়াও টালিগঞ্জ, সবং, দেগঙ্গা, গড়বেতা, বিরাটি দুবরাজপুর, বীরপাড়া দমকল কেন্দ্রের কাজ শেষের পথে। মন্ত্রী আরও জানান, তারাপীঠ মন্দির সংলগ্ন অঞ্চলে একটি অগ্নিনির্বাপণ গাড়ি রাখার ব্যবস্থা হচ্ছে। এর আগে সুজিতবাবু আব্দুল খালেক মোল্লার প্রশ্নের উত্তরে বলেন, হাওড়ার মঙ্গলা হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংখ্যা ৪৬৪ জন। তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে এই কমিটি পুরো বিষয়টি দেখছে।

Latest article