ভাঙা যাবে না নির্মাণ, বিচারপতির জোড়া নির্দেশ খারিজ বেঞ্চে

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্মাণকারী আবাসিক তথা ফ্ল্যাটের মালিক-সহ সব পক্ষের বক্তব্য শোনা উচিত।

Must read

প্রতিবেদন : হাওড়ায় লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ দ্রুত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-শেষ মুহূর্তে কামাল করল নিষিদ্ধ র‍্যাট–হোল মাইনিং

আগামী এক সপ্তাহের জন্য বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন মূল অভিযোগকারী উপস্থিত না থাকায় পিছিয়ে যায় শুনানি। মূল অভিযোগকারী উপস্থিত না থাকলে চূড়ান্ত নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই কারণে আপাতত নির্মাণকার্য ভেঙে ফেলার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও একটি নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার খড়দহে একটি নির্মীয়মাণ ক্লাবঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছেন সেই নির্দেশের উপরে।

আরও পড়ুন-অবশেষে ১৭ দিন পরে উত্তরকাশীর টানেল থেকে ‘মুক্তি’ ৪১ শ্রমিকের

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্মাণকারী আবাসিক তথা ফ্ল্যাটের মালিক-সহ সব পক্ষের বক্তব্য শোনা উচিত। নতুন করে এলাকা পরিদর্শন করে নিজেদের অবস্থান ঠিক করা উচিত বালি পুরসভার। হাওড়া জেলার লিলুয়ায় রবীন্দ্রসরণির ধীরেন্দ্র অ্যাপার্টমেন্ট-এর ২৯৫ স্কোয়ার মিটারের বেআইনি নির্মাণ নিয়ে মামলা গড়ায় আদালতে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছিল পুরসভা। এর আগে লিলুয়া থানার পুলিশকে নিয়ে বালি পুরসভার কর্মীরা নির্মাণ ভাঙতে যান। যদিও, তাঁদের কাছে আদালতের নির্দেশনামা না থাকায় ভাঙার কাজে বাধা দেন আবাসিকরা বলে অভিযোগ।

Latest article