প্রতিবেদন : বুধবার ধর্মতলায় বিজেপির সভায় জুমলা ভাষণ দিতে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহি সভার ঠিক আগে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এদিন সকাল সকালেই সোশ্যাল মিডিয়ায় এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করতে শুরু করে তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব।
বৃহস্পতিবারও সমস্ত ব্লক থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে চিঠি পাঠাবে তৃণমূল (Trinamool Congress)। প্রথমে সেইসব চিঠির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা হবে। এরপর সেগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই অমিত শাহকে এই চিঠি।
আরও পড়ুন- বিস্তর হাঁকডাক তবু শাহের ফ্লপ শো