দণ্ডসংহিতা: বিরোধীদের দাবি উড়িয়ে বিল পাশে মরিয়া কেন্দ্র

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ভারতীয় দণ্ডসংহিতা নিয়ে অনাবশ্যক তাড়াহুড়ো না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তবেই এই বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কিন্তু বিরোধীদের প্রস্তাবে কর্ণপাত না করে তড়িঘড়ি এই বিল পাশ করাতে মরিয়া মোদি সরকার (Modi Government)। সংখ্যার জোরে ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নামে নিজেদের ভাবনা ও পরিকল্পনা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। আর তাই বিরোধীদের পরামর্শে কর্ণপাত করেনি তা বুধবার লোকসভার বুলেটিনে জানানো হল ন্যায়সংহিতা ও এই সংক্রান্ত তিনটি বিলই আসন্ন শীতকালীন অধিবেশনে পাশ করানো হবে। যে বিলগুলিকে লোকসভায় পেশ করা হয়েছে, আলোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে এবং কমিটির রিপোর্টও পেশ করা হয়ে গিয়েছে, বুলেটিন অনুযায়ী, সেই তালিকায় রয়েছে ভারতীয় ন্যায়সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধীনিয়ম বিল তিনটি। সরকারপক্ষের অতিসক্রিয়তা এবং সংসদের বুলেটিন প্রকাশের মাধ্যমে এটাই স্পষ্ট হচ্ছে, যেকোনও কৌশলে লোকসভা ভোটের আগেই অতি স্পর্শকাতর বিলগুলি পাশ করাতে মরিয়া কেন্দ্র।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবারই তীব্রভাবে ভারতীয় দণ্ডসংহিতা নিয়ে একাধিক আপত্তি তোলা হয়েছে। সর্বশেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছেন। আসন্ন শীতকালীন অধিবেশনে ভারতীয় দণ্ডসংহিতা বিলটি যাতে পাশ করানো না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব দিয়েছেন। এই বিল পাশ করানোর জন্য কেন্দ্রীয় সরকার অত্যন্ত অস্বাভাবিক তড়িঘড়ি করছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রস্তাব দিয়েছেন, পরবর্তী লোকসভা এবং নতুন সরকার গঠনের পর বিলটি নিয়ে এগোনো হোক। কিন্তু বুধবার সংসদের বুলেটিন থেকে বোঝা যাচ্ছে, এ-ব্যাপারে বিরোধীদের সম্মিলিত দাবি উড়িয়ে একবগ্গা সিদ্ধান্ত নিতে চলেছে স্বৈরাচারী মোদি সরকার (Modi Government)।

আরও পড়ুন- বিস্তর হাঁকডাক তবু শাহের ফ্লপ শো

Latest article