দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree ganguly)। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। রাজ-শুভশ্রী দুজনেই ভীষণভাবে চেয়েছিলেন এবার তাঁদের জীবনে কন্যা সন্তান আসুক। ইচ্ছে পূরণ হয়েছে আর তাতেই উচ্ছ্বসিত তারকা দম্পতি। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের নাম জানিয়ে দিলেন রাজ-শুভশ্রী। চিরাচরিত পথে না হেঁটে একটু ব্যতিক্রমী নাম রাখলেন শুভশ্রী । ‘রাজশ্রী’র প্রথম সন্তানের নামের আত্ম অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে। ইউভানের বোন ইয়ালিনী। তাঁকে নিজেদের পৃথিবীতে স্বাগত জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নায়িকা।
আরও পড়ুন- জাতীয় স্বাস্থ্য মিশনের বকেয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে
সিনেমার শুটিংয়ের পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনেও ভীষণ ব্যস্ত বিধায়ক। তাঁর মাঝেই আনন্দ সংবাদ। পরিচালক বলছেন সবটা পরিকল্পনা মতোই হয়েছে। ২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। তিন থেকে চার হলেন দম্পতি। কিন্তু চিরাচরিত পথে না হেঁটে মেয়ের এমন নাম রাখলেন কেন? এই প্রশ্নের উত্তর অবশ্য শুভশ্রীর (Subhasree ganguly) কাছ থেকে পাওয়া যায়নি। তবে অভিধান বলছে, ইয়ালিনী আদপে মা সরস্বতীর আর এক নাম। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে। ইয়ালিনীর শব্দের অর্থ সুর। অর্থাৎ কন্যা সন্তানের ব্যাপারে এতটাই আশাবাদী ছিলেন অভিনেত্রী যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর নাম জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।