মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে, বিধানসভায় পাশ বিল

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী এবং বিধায়কদের (Minister- MLA) বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল আনার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রিসভার বৈঠকে। আজ, বৃহস্পতিবার বিধানসভায় পাশ হল সেই বিল। ফলে মন্ত্রী ও বিধায়করা বর্ধিত বেতন পাবেন পরবর্তী মাস থেকেই। যদিও বর্ধিত বেতন নিয়ে আপত্তি ছিল বিরোধীদের (Minister- MLA)। তবে বিরোধীদের আপত্তি থাকলেও উপায় নেই। বেতন সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই জানা গিয়েছে। বিলটি নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিধায়কদের মাইনের সঙ্গে সমতা রেখেই মন্ত্রীদের মাইনে বাড়ানো হচ্ছে। বিলটি আইনে পরিণত হলে পূর্ণমন্ত্রীরা পাবেন ১লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে হল ১ লক্ষ ৪০ হাজার টাকা। এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দলের নেতা।

আরও পড়ুন-জাতীয় স্বাস্থ্য মিশনের বকেয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

মুখ্যমন্ত্রীকে এই বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে। এক তুলনামূলক পরিসংখ্যান দিয়ে অর্থমন্ত্রী বলেন, বেতন বাড়ানোর পরেও অন্যান্য রাজ্য থেকে এখানকার মন্ত্রীরা অনেক কম পাবেন।তিনি আরও বলেন, যার ইচ্ছে হবে তিনি বাড়তি বেতন নেবেন। তবে সরকারের কাছে সব রেকর্ডই থাকবে। এর আগে বিলটি আলোচনার সময় বিজেপির পক্ষ থেকে মনোজ টিজ্ঞা এলাকা উন্নয়ন ফান্ডের টাকা বারবার দাবি জানান। বিজেপি সদস্য অশোক লাহিড়ী অবশ্য বিল নিয়ে কোনো আলোচনায় না গিয়ে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

Latest article