সুরাটের অগ্নিকাণ্ডে কারখানা থেকে অবশেষে উদ্ধার সাতজনের দেহ

প্রসঙ্গত, বুধবার সকালে সচিন জিআইডিসি শিল্প তালুকে হঠাৎ করেই আগুন লেগে যায়। একটি কেমিক্যাল মজুত করার ট্যাঙ্কে আগুন লাগে।

Must read

বুধবার গুজরাটের (Gujrat) সুরাটে (Surat) কারখানা ভষ্মীভূত হওয়ার ঘটনায় অবশেষে সাতজনের দেহ উদ্ধার করা হল। আগুনে জীবন্ত দগ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা কিছু কঙ্কাল পেয়েছি। কিছু হাড়গোড় অপয়া গিয়েছে। সাতজনের শরীরে দেহাবশেষ ওই এলাকা থেকে পাওয়া গিয়েছে।’

আরও পড়ুন-‘রাজশ্রী’র ঘরে এল মেয়ে, ইউভানের বোনের নাম ইয়ালিনী

পুলিশ ও অন্য়ান্য় উদ্ধারকারীরা সব মিলিয়ে ২৪জনকে উদ্ধার করেছিলেন। তারা সকলেই কারখানার মধ্য়ে আটকে পড়েছিলেন। বেশিরভাগেরই শরীরের একাংশ পুড়ে গিয়েছে। আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে, বিধানসভায় পাশ বিল

প্রসঙ্গত, বুধবার সকালে সচিন জিআইডিসি শিল্প তালুকে হঠাৎ করেই আগুন লেগে যায়। একটি কেমিক্যাল মজুত করার ট্যাঙ্কে আগুন লাগে। সেখানেই বিস্ফোরণ হয়। এরপর সেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রাত ২টোর সময় আগুন লাগে বলে খবর। কারখানায় সেই সময় কমপক্ষে ১০০জন শ্রমিক ছিলেন।

আরও পড়ুন-ধর্মতলায় ফ্লপ সভা, নজর ঘোরাতে সকাল থেকে এজেন্সি হানার নাটক

উল্লেখ্য, অশ্বিনী দেশাই নামে এক শিল্পপতি ২০১৩ সালে ওই কারখানাটি তৈরি করেছিলেন। এই শিল্প কারখানা থেকে বিভিন্ন সংস্থায় কেমিক্য়াল সরবরাহ করা হয়। গুজরাটে তাদের দুটো কারখানা রয়েছে।

Latest article