চাপে ম্যান ইউ, শেষ ষোলোয় আর্সেনাল

এদিকে, ড্র করেই শেষ ষোলোর টিকিট পাকা। এই পরিস্থিতিতে খেলতে নেমে ফরাসি ক্লাব লাঁসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

Must read

ইস্তানম্বুল, ৩০ নভেম্বর : গালাতাসারের বিরুদ্ধে ৩-৩ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আরও একটি ম্যাচে দলকে ডোবালেন ম্যান ইউয়ের গোলকিপার আন্দ্রে ওনানা। তাঁর ভুলেই দ্বিতীয় গোল হজম করতে হয়।

আরও পড়ুন-সুরাটের অগ্নিকাণ্ডে কারখানা থেকে অবশেষে উদ্ধার সাতজনের দেহ

জিততেই হবে এই পরিস্থিতিতে খেলতে নেমে ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। ১১ মিনিটে আলেজান্দ্রো গারনাচোর গোলে ১-০। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্ডেজ। কিন্তু ২৮ মিনিটে হাকিম জিয়াশের অসাধারণ ফ্রি-কিকে ১-২ করে ফেলে গালাতাসারে। আরও একটু তৎপর হলে ওনানা হয়তো এই গোল বাঁচিয়ে দিতে পারতেন। যদিও ৫৫ মিনিটে স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু ৬২ মিনিটে ওনানার মারাত্মক ভুলে ২-৩ করে ফেলে গালাতাসারে। এবারও ফ্রি-কিক নিয়েছিলেন জিয়াশ। বল ওনানার হাত ফস্কে জালে জড়িয়ে যায়। ৭১ মিনিটে জিয়াশের পাস থেকে বল পেয়ে ৩-৩ করে দেন মুহাম্মদ আকতারকোগ্লু। এরপর অনেক চেষ্টা করেও জয়সূচক গোলের দেখা পায়নি ম্যান ইউ। পরের রাউন্ডে ওঠার জন্য বায়ার্ন মিউনিখকে হারাতেই হবে এরিক টেন হ্যাগের দলকে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে গালাতাসারে বনাম কোপেনহেগেন ম্যাচের ফলের দিকে।

আরও পড়ুন-মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে, বিধানসভায় পাশ বিল

এদিকে, ড্র করেই শেষ ষোলোর টিকিট পাকা। এই পরিস্থিতিতে খেলতে নেমে ফরাসি ক্লাব লাঁসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ১৩ মিনিটে কাই হাভার্টজের গোলে শুরু। এরপর বিরতির আগেই একে একে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং মার্টিন ওডেগার্ট। দ্বিতীয়ার্ধে আর্সেনালের ষষ্ঠ গোলটি করেন জর্গিনহো।

Latest article