প্রতিবেদন : ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নতুন লোগোতে কেন সুকৌশলে হিন্দুত্বের প্রচার? প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডাঃ শান্তনু সেন। ধন্বন্তরীর ছবি নিয়ে উষ্মা প্রকাশ করে কমিশনের চেয়ারম্যান ডাঃ বি এন গঙ্গাধরকে চিঠি লিখেছেন তিনি।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগ, পুরস্কৃত হলেন বীরপুরুষ-বীরাঙ্গনারা
কমিশনের সদস্য হিসেবে জানতে চেয়েছেন, অ্যাডভাইসরি কাউন্সিলের কোন বৈঠকে এই নতুন লোগোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কোন নিয়মে এ-কাজ করা হয়েছে? শান্তনু সেনের কথায়, ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের লোগো মোটেই শোভা পায় না। পরে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, কোনও বৈঠকেই তাঁকে ডাকা হয় না। সব সিদ্ধান্তই হয় একতরফা। মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্নীতি। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই একের পর এক বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়ে দেশের মেডিক্যাল শিক্ষার সর্বনাশ ডেকে আনছে কমিশন।