কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়ল

বৃহস্পতিবার সকালে আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা। পাল্লা দিয়ে পশ্চিমের জেলাগুলির প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার সকালে আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা। পাল্লা দিয়ে পশ্চিমের জেলাগুলির প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। শনিবারের আগে এই তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও উত্তরের সব জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুন-লোগোতে কেন হিন্দুত্বের প্রচার, প্রশ্ন সাংসদের

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণের জেলাগুলিতে শুক্রবার আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগ, পুরস্কৃত হলেন বীরপুরুষ-বীরাঙ্গনারা

এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Latest article