কাঞ্জুর মার্গ (Kanjur Marg) থানায় নিযুক্ত পুলিশ কনস্টেবলকে (Constable) কর্তব্যরত অবস্থায় মদ্যপানে জন্য বরখাস্ত করা হয়েছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী,২৩শে নভেম্বর কনস্টেবল রামচন্দ্র মল্লারি সরোদে রাতের ডিউটিতে ছিলেন। একজন পুলিশ অফিসার এই বিষয়ে জানান যে তিনি রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ডিউটিতে ছিলেন এবং এই সময়ে তিনি মদ্যপান করেছিলেন। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করা হলে দেখা যায়, ইউনিফর্ম পরা অবস্থায় সরোদে মদ খেয়েছিলেন। তিনি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও তার ছিল না।
আরও পড়ুন-কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়ল
তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর, সরোদেকে মহারাষ্ট্র সিভিল সার্ভিসেস রুলস ১৯৭৯ (আচরণ) এর ৩ নম্বর নিয়ম এর অধীনে বরখাস্ত করা হয়েছে। ২৫ শে নভেম্বর ডিসিপি জোন ৭ সরোদকে বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এই মর্মে একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “এই ধরনের কাজগুলি জনসাধারণের মধ্যে পুলিশের সুনামকে ক্ষতিগ্রস্ত করে এবং সমগ্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে, তাই একটি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে,”