বাড়ল ভারতের জিডিপি (Gross domestic product)। ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বাড়ল ৭.৬ শতাংশ। এইবারের জিডিপি বৃদ্ধির হার চিনের থেকেও বেশি। জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিক হিসাবে বলা হচ্ছে চিনের জিডিপির গ্রোথ ছিল ৪.৯ শতাংশ। গতবার ছিল ভারতের জিডিপির হার ছিল ৬.২ শতাংশ।
পরিসংখ্যান বলছে, ভারতের জিডিপি (Gross domestic product) বৃদ্ধির হার দেখে বোঝা যাচ্ছে দেশ ক্রমে বৃহত্তর অর্থনীতির দেশ হিসাবে পরিগণিত হবে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্সের দাবি, উৎপাদন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে এবং সার্ভিস সেক্টরে ভারতের অর্থনীতি এগিয়েছে।