ষড়যন্ত্রে জড়িত সন্দেহে মার্কিন নিশানায় ভারতীয়

Must read

প্রতিবেদন : খালিস্তানি জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক কানাডাবাসী ভারতীয় বংশোদ্ভূত পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে এক ভারতীয়র দিকে আঙুল তুলল মার্কিন প্রশাসন। গত সপ্তাহেই জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছিলেন, তাঁদের প্রশাসন আমেরিকায় বসবাসকারী এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করেছে। ভারত সরকার এর পিছনে জড়িত থাকতে পারে বলে নয়াদিল্লিকে সতর্কও করা হয়েছিল।
ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যাসত্য খুঁটিয়ে দেখা হবে জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি জারি করে জানান, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং তদন্ত করা হবে। এদিকে ওই ভারতীয়র বিরুদ্ধে অন্য আরেকটি অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। ওই ব্যক্তির নাম নিখিল গুপ্তা ওরফে নিক। জো বাইডেন প্রশাসনের দাবি, নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে চেক রিপাবলিক। এবার তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে আমেরিকায়। উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত পান্নুনের (Gurpatwant Singh Pannun) বিরুদ্ধে এনআইএ মামলা করেছে। বিচার বিভাগ সেই ব্যক্তির নাম প্রকাশ করেনি যাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ৫২ বছর বয়সি নিখিল গুপ্তা আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি। অভিযোগ অনুযায়ী, নিখিল গুপ্তা ভারতীয় গোয়েন্দা ব্যুরো (আইবি)-র এক সিনিয়র কর্মকর্তার সহযোগী। তাঁকে ষড়যন্ত্রকারীদের প্রধান যোগাযোগের ব্যক্তি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, পান্নুনকে (Gurpatwant Singh Pannun) হত্যার জন্য এক কানাডিয়ান নাগরিক, এক পাকিস্তানি নাগরিক এবং দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন- বেনিয়ম বরদাস্ত নয়, স্বাস্থ্যসাথীতে বাদ ১৪২ নার্সিংহোম

Latest article