প্রতিবেদন : দেশের চার রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের মধ্যেই আমজনতার ঘাড়ে খরচের বোঝা বাড়াল ভারতীয় রেল। এখন থেকে ট্রেনের কনফার্মড টিকিট বাতিল করতে গেলে রেলের ক্যানসেলেশন চার্জ হিসাবে কাটা যাবে দ্বিগুণ টাকা। অর্থাৎ টিকিট বাতিল করলে টাকা ফেরতের অঙ্ক আরও কমছে। সেইসঙ্গে চার্জের ওপর ৫ শতাংশ হারে বসবে জিএসটি। এই নিয়ম ডিসেম্বরের শুরু থেকেই লাগু করেছে ভারতীয় রেল।
আরও পড়ুন-দিনের কবিতা
পাশাপাশি টিকিট বাতিলের সময়সীমাতেও বিরাট বদল এনেছে রেল কর্তৃপক্ষ। আগে ট্রেন ছাড়ার সময়ের ৪৮ ঘণ্টা আগে বা তার আগে কনফার্মড টিকিট বাতিল করতে হত। এখন থেকে সেই সময় ৪৮ ঘণ্টায় বেঁধে দেওয়া হল অর্থাৎ ৪৮ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসে কেটে নেওয়া হবে ২৪০ টাকা। সঙ্গে জিএসটি জুড়বে ১২ টাকা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে কেটে নেওয়া হবে ১২০ টাকা। তারপরে জুড়বে জিএসটি। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের ভাড়া মাত্রাতিরিক্ত বাড়ায় সাধারণ রেলযাত্রীদের নাভিশ্বাস। তার উপর টিকিট বাতিলের খরচ বাড়ল। এইভাবে আমজনতার উপর খরচের বোঝা আরও বাড়াল মোদি সরকার।
আরও পড়ুন-ছিঃ, এবার সিপিএমের মঞ্চেই অভিজিৎ
রেলের নিয়ম অনুসারে, ট্রেন ছাড়ার সময়ের যত কাছাকাছি টিকিট বাতিল করা হয় তত ক্যানসেলেশন চার্জ বাড়বে, অর্থাৎ কেটে নেওয়া হবে আরও বেশি টাকা। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে এখন থেকে কেটে নেওয়া হবে ২৫ শতাংশ। আগে ট্রেন ছাড়ার ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে টিকিট বাতিলের চার্জ ৫০ শতাংশ ছিল। সেই সময়সীমাকেও কমিয়ে দেওয়া হল। এখন থেকে ট্রেন ছাড়ার ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কাটা যাবে ৫০ শতাংশ।