প্রতিবেদন : কথায় বলে জেগে ঘুমোলে তার ঘুম ভাঙানো যায় না। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যেন জেগে ঘুমোচ্ছে। সে কারণেই তারা দেখতে পাচ্ছে না দেশে লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোপণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই যে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়ে তা ভুক্তভোগীমাত্রই জানেন। বাস্তবে সেটাই হচ্ছে। গত একমাস ধরে প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই বেড়েছে চাল-ডাল, শাক-সবজি থেকে শুরু করে সব জিনিসের দাম। করোনাজনিত পরিস্থিতিতে এমনিতেই মানুষের আয় কমেছে। পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা বেড়েছে। পাশাপাশি পরিবহণ-সহ সংসার চালানোর খরচ আকাশছোঁয়া হওয়ায় আমজনতার নাভিশ্বাস উঠছে। কিন্তু মোদি সরকার নির্বিকার। এই অবস্থায় শনিবারের ফের একদফা লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ পয়সা করে বাড়ল। একটানা চারদিন দাম বাড়ার পর শনিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১০৯.৪৬ টাকা। পাশাপাশি ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০.৮৪ টাকা।