প্রতিবেদন : পারিবারিক অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ উত্তরে সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, বুধবার সন্ধ্যায় কার্শিয়াং পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পরিবারের বিয়ের অনুষ্ঠান শেষ করে এরপর শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একগুচ্ছ প্রশাসনিক জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পাহাড়ে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসারে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বানভাসি চেন্নাইয়ে নৌকা নামিয়ে উদ্ধার করতে হল আমির খানকে
১২ ডিসেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা। দীর্ঘদিন বাদে টানা কয়েকদিন পাহাড়-সহ উত্তরের জেলাগুলিতে সফরে থাকছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যেমন তুঙ্গে একইসঙ্গে দলনেত্রী আসছেন তাই কার্শিয়াং, কালিম্পং-সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দলের সর্বস্তরের নেতা-কর্মী উচ্ছ্বসিত। ফের দেখা যাবে সরকারি পরিষেবা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।