বানভাসি চেন্নাইয়ে নৌকা নামিয়ে উদ্ধার করতে হল আমির খানকে

ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু, অন্ধ্রের উপকূল এলাকা। কার্যত বানভাসি চেন্নাই-সহ তামিলনাড়ুর ৭ জেলা।

Must read

প্রতিবেদন : ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু, অন্ধ্রের উপকূল এলাকা। কার্যত বানভাসি চেন্নাই-সহ তামিলনাড়ুর ৭ জেলা। এই দুর্যোগের মাঝে আটকে পড়লেন বলিউড তারকা আমির খানও। চেন্নাইয়ে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই বানভাসি শহরে আটকে পড়েন আমির। শেষ পর্যন্ত নৌকা নামিয়ে উদ্ধার করতে হয় তাঁকে। নৌকায় চেপেই নিরাপদ জায়গায় পৌঁছন অভিনেতা। আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। তিনিই সমাজমাধ্যমে শেয়ার করেছেন ছবি। জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ। তামিলনাড়ু সরকার খুব ভাল কাজ করছে।

আরও পড়ুন-তেলেঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত রেড্ডি

এদিকে পূর্বাভাস অনুসারেই মঙ্গলবার দুপুর ১টা নাগাদ শুরু হয়ে যায় ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল প্রক্রিয়া। দক্ষিণ অন্ধ্র উপকূলের বাপাটলা এলাকার স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর গতি ছিল ৯০-১০০ কিমি প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়ার গতি কোথাও কোথাও ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছে যায়।

আরও পড়ুন-টাকির অদূরে মিনি সুন্দরবনে পরিযায়ী পাখি দেখতে বাড়ছে পর্যটকদের ভিড়

আইএমডি-র দেওয়া তথ্য অনুসারে প্রায় ৩ ঘণ্টা তাণ্ডব জারি থাকে মিগজাউমের। বাপাটলা উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব জারি থাকে ঘণ্টা দুয়েক। অন্ধ্রের ৮ জেলায় সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে রয়েছে তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কাকিনাড়া, কোনাসীমা। উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। পুদুচেরির উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই চেন্নাইয়ে দুর্যোগে ১২ জনের মৃত্যু হয়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

Latest article