প্রতিবেদন : আদ্যোপান্ত দুর্নীতিতে মোড়া কেন্দ্রীয় সরকার। এই বিষয়টি আরও একবার প্রমাণ হল ক্যাগের রিপোর্ট সামনে আসতেই। গ্রামীণ অঞ্চলে উন্নয়নের জন্য বরাদ্দ টাকার যে তছরুপ হয়েছে, সে কথাই প্রকাশ করল সিএজি রিপোর্ট। ২০২১-এর ক্যাগ রিপোর্ট বলছে, গ্রামাঞ্চল এবং ব্লকস্তরে সিএসসি পরিষেবা চূড়ান্ত ব্যর্থ।
আরও পড়ুন-কোচবিহারে রাসমেলার জন্য রাতেও চলবে অতিরিক্ত বাস
সিএসসি পরিষেবার আড়ালে কেন্দ্র আদতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বন্দোবস্ত করেছে। অন্যায়ভাবে টাকা তুলে তা দিয়ে মোদি সরকার ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠীগুলিকে পরিপুষ্ট করেছে। স্বচ্ছতা ও নিয়মের তোয়াক্কা না করেই একাধিক বেসরকারি প্রকল্পে সেই টাকা ব্যবহার করা হয়েছে। এর আগেও ক্যাগ রিপোর্টে প্রকাশ পেয়েছিল কেন্দ্রের আরও বহু দুর্নীতি। যার অন্যতম রামমন্দির তৈরির প্রকল্প, অযোধ্যা উন্নয়ন প্রকল্প, স্বদেশ দর্শন প্রকল্প ইত্যাদি।