কোচবিহারে রাসমেলার জন্য রাতেও চলবে অতিরিক্ত বাস

যাত্রীদের কোনও সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপারে খোঁজ নিয়ে তিনি জানান, রাসের জন্য প্রচুর দর্শনার্থী এসময় কোচবিহারে আসেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : রাসমেলা উপলক্ষে কোচবিহার ডিপো থেকে বিভিন্ন রুটে গভীর রাত পর্যন্ত থাকছে বাড়তি বাস পরিষেবা। সোমবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ডিপো পরিদর্শনে আসেন। যাত্রীদের কোনও সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপারে খোঁজ নিয়ে তিনি জানান, রাসের জন্য প্রচুর দর্শনার্থী এসময় কোচবিহারে আসেন।

আরও পড়ুন-সম্প্রীতি সংহতির বিনাশকারী জমানা

মেলায় ঘুরে ঘরে ফিরতে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই গভীর রাত পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এনবিএসটিসি সংস্থা সূত্রে খবর, কোচবিহার ডিপো থেকে দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ রুটে রাত সাড়ে দশটা পর্যন্ত যাতায়াত করছে বাসগুলি। এছাড়াও পড়শি জেলা আলিপুরদুয়ারেও চলাচল করছে বাস৷ সাধারণত কোচবিহার ডিপো থেকে রাত ৯টা নাগাদ শেষ বাস রওনা হত এই রুটগুলিতে। এখন রাসমেলার জন্য রাত সাড়ে দশটাতেও কোচবিহার ডিপো থেকে বিভিন্ন রুটে চলছে বাস। গত ২৬ নভেম্বর থেকে কোচবিহারে শুরু হয়েছে রাসমেলা, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কোচবিহারের বিভিন্ন মহকুমা, আলিপুরদুয়ার এমনকী অসম থেকেও পর্যটকরা এই রাসমেলায় ঘুরতে আসেন।

Latest article