প্রতিবেদন : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাজ্যসভার আলোচনায় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। ডেরেক জানান, অর্থনৈতিক ইস্যুর পর আগামী সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নোটিশ দেবেন। রাজ্যসভায় এদিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে ডেরেক বলেন, সংসদীয় গণতন্ত্রে যেখানে দেশের জনগণ শেষ কথা, সেখানে দেশের ৪০ শতাংশ সম্পদ রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের কব্জায়।
আরও পড়ুন-ক্যাগ রিপোর্টে কেন্দ্রের দুর্নীতি বিপাকে বিজেপি
ডেরেকের কটাক্ষ, অর্থমন্ত্রীর চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে খুশি হওয়ার কথা। দেশের কোটিপতি, শেয়ার বাজারের চোখ দিয়ে অর্থনীতিকে দেখলেও খুশি হওয়ার কথা। তবে দেশের আমজনতার চোখ দিয়ে অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে চালের দাম বেড়েছে ৫৬ শতাংশ, আটার দাম ৫৯ শতাংশ, দুধ ৬১ শতাংশ। যদিও ভোটের আগে গ্যাসের দাম রাজনৈতিক কারণে কিছুটা কমেছে। এরপরেই তিনি বাংলায় বলেন, হাজার টাকায় রান্না হচ্ছে, বিনা পয়সার চাল। প্রধানমন্ত্রী রান্নার গ্যাস দিচ্ছেন ১০০০ টাকায়। যদি আপনি অর্থনীতিকে বাংলার হুগলি জেলার বাসিন্দা নূপুর হাটির চোখ দিয়ে দেখেন, তাহলে তিনি মনরেগার টাকা পাননি। ২১ লক্ষ মনরেগার শ্রমিকের চোখ দিয়ে দেখলে, তাঁরা মনরেগার টাকা পাননি। ডেরেকের কথায়, দেশের যে কোনও যুবকের চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, দেশের ২৫ শতাংশ অর্থাৎ এক- চতুর্থাংশ যুবক বেকার হয়ে আছে।
আরও পড়ুন-কোচবিহারে রাসমেলার জন্য রাতেও চলবে অতিরিক্ত বাস
কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ডেরেক প্রশ্ন করেন, গ্রামীণ মূল্যবৃদ্ধি শহরের থেকে বেশি হয়েছে গত ৬ বছরে। তাহলে কেন দৈনিক ১৫০ জন কৃষক আত্মহত্যা করেন? শেয়ার বাজার, কোটিপতিদের বাদ দিয়ে দেশের মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করার দাবি জানান তিনি। শিশুদের অপুষ্টি, সাধারণ মানুষের খাবার জোগাড়ের সমস্যার কথা তুলে ধরেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশের অর্থনৈতিক বৃদ্ধির থেকে বাংলার বৃদ্ধি অনেক বেশি সমষ্টিগতভাবে।