প্রতিবেদন : বিদেশের মাটিতে বসে ভারত বিরোধী ষড়যন্ত্র অব্যাহত খালিস্তানি জঙ্গিদের। এবার সরাসরি ভারতের মাটিতে হামলা চালানোর হুঁশিয়ারি খালিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun)। এক ভিডিও বার্তায় নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান পান্নুন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের সংসদে হামলা চালানো হবে। যদিও এই ধরনের হুমকি প্রসঙ্গে কোনও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশমন্ত্রকের তরফে। এর আগেও বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ চলাকালীন স্টেডিয়াম ওড়ানোর হুমকি শোনা গিয়েছিল এই জঙ্গিনেতার মুখে।
সাম্প্রতিক ভিডিও বার্তায় পান্নুন (Gurpatwant Singh Pannun) জানিয়েছেন, তাঁকে হত্যার ছক কষেছিল ভারত। কিন্তু তা ব্যর্থ হয়েছে। সেই হত্যার ষড়যন্ত্রের প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে দাবি করেছেন পান্নুন। এদিকে একাধিক রিপোর্টের সূত্রে জানা গিয়েছে, ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সেইমতো এগিয়ে যাচ্ছেন তিনি। তবে হামলার জন্য যে দিনটি উল্লেখ করা হয়েছে ২২ বছর আগে সেইদিনেই সংসদে জঙ্গি হামলা চালানো হয়। ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনে চালানো হয়েছিল জঙ্গি হামলা। সেই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজল গুরুর। নিজের ভিডিওয় সেই আফজলের পোস্টার ব্যবহার করেন পান্নুন। সঙ্গে ভিডিওয় লেখা ছিল, ‘দিল্লি বনেগা খালিস্তান’।
আরও পড়ুন- পণবন্দিদের উপর যৌননিগ্রহের অভিযোগ, ইহুদি বলেই কি চুপ রাষ্ট্রসংঘ?