কৃষ্ণর সঙ্গে ঝামেলা, লাল কার্ড জুয়ানকে, সাদিকুই ত্রাতা মোহনবাগানের

মোহনবাগান ২ ওড়িশা এফসি ২ (সাদিকু) (জাহু)

Must read

প্রতিবেদন : মাত্র ৯ দিন আগে যুবভারতী ক্রীড়াঙ্গনেই এএফসি কাপে স্বপ্নভঙ্গ হয়েছিল মোহনবাগানের। ওড়িশা এফসি-র (Mohun Bagan- Odisha FC) কাছে পাঁচ গোল হজম করে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল জুয়ান ফেরান্দোর দলকে। মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলেন লিস্টন কোলাসোরা। চোট আঘাতের ধাক্কায় মোহনবাগানের সাদামাটা ফুটবলে যখন বদলা নেওয়া দূর অস্ত মনে হচ্ছিল, তখনই গোটা মরশুমে ব্যর্থ আর্মান্দো সাদিকু নিজেকে প্রমাণ করলেন। দু’গোলে পিছিয়ে পড়ে সাদিকুর জোড়া গোলেই মানরক্ষা। ম্যাচ ড্র রেখে এক পয়েন্ট নিশ্চিত করল মোহনবাগান। চলতি আইএসএলে এখনও অপরাজিত সবুজ-মেরুন। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগে আপাতত তৃতীয় স্থানে মোহনবাগান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ওড়িশা।
ম্যাচের শেষ বাঁশি বাজার পরই ঝামেলা শুরু হয়ে সাইডলাইনের ধারে। মোহনবাগান কোচ জুয়ানের সঙ্গে রয় কৃষ্ণ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। রেফারি জুয়ানকে লাল কার্ড দেখান। লাল কার্ড দেখেন ওড়িশার (Mohun Bagan- Odisha FC) দিয়েগো মরিসিও। চলতি আইএসএলে প্রথম ড্রয়ের দিনে হুগো বুমোস, সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার চোট চিন্তাও বাড়াল মোহনবাগানের।
ম্যাচের আগেই বড় ধাক্কা খায় মোহনবাগান। আক্রমণভাগের বড় ভরসা হুগো বুমোস ওয়ার্ম আপের সময় চোট পেয়ে বসেন। ফলে তড়িঘড়ি প্রথম একাদশে বদল আনতে হয়। প্রথম দলে না থাকা ছন্দহীন জেসন কামিন্সকে ফিরিয়ে আনতে হয়। কিন্তু জেসন-সাদিকুর ফরোয়ার্ড জুটি বিপক্ষ রক্ষণকে একেবারেই সমস্যায় ফেলতে পারেনি। ৩১ মিনিটে পিছিয়ে পড়ে জুয়ানের দল। বক্সের মধ্যে ওড়িশার পুইতিয়ার নিরীহ হেড হাতে লাগিয়ে ফেলেন শুভাশিস বোস। পেনাল্টি থেকে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন জাহু।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে জাহু দ্বিতীয় গোল করেন। ওড়িশা ব্যবধান দ্বিগুণ করে। রক্ষণের ভুলে গোল হজম করে মোহনবাগান। ০-২ পিছিয়ে আরও বড় ধাক্কা খায় মোহনবাগান। ম্যাচে শুরুর দিকে চোট পেয়েছিলেন থাপা। এবার জাহুর কড়া ট্যাকলে গুরুতর চোট পান সাহাল। কিন্তু রেফারি কেন জাহুকে লাল কার্ড দেখালেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাহাল মাঠ ছাড়তে বাধ্য হন। পরিবর্তে মাঠে নেমে ব্যর্থ সেই গ্লেন মার্টিন্স। শেষ দিকে কৃষ্ণরা গোলের সুযোগ নষ্ট করলেও মোহনবাগান ম্যাচের সংযুক্ত সময়ে গোল শোধ করে। ইয়ুস্তের ব্যাক হেড ধরে অনবদ্য ফিনিশ করেন সাদিকু।
দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পাওয়া থাপার পরিবর্তে জুয়ান নামান হামতেকে। ব্যর্থ গ্লেনকে তুলে মোহনবাগান কোচ নামান দীপক টাংরিকে। ৫৮ মিনিটে হেক্টর ইয়ুস্তের থ্রু ধরে কিয়ান ও সাদিকুর যুগলবন্দিতে এক গোল শোধ করে মোহনবাগান।

আরও পড়ুন- ৭ দিনের মধ্যে সংসদে হামলা, হুমকি পান্নুনের

Latest article