প্রতিবেদন : বুধবার জম্মু-কাশ্মীর সংরক্ষণ ও পুনর্গঠন বিল নিয়ে সংসদে জবাবি ভাষণে জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) কাশ্মীর নীতির প্রসঙ্গে ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, নেহরুর ভুলের জন্যই কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরে শান্তি ফিরিয়েছে মোদি সরকার। এদিনের বক্তব্যে আগাগোড়া বিগত কংগ্রেস সরকার এবং নেহরুকে দায়ী করায় ক্ষুব্ধ হয় বিরোধী শিবির। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিরোধীরা। শাহ বলেন, যদি জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) সঠিক পদক্ষেপ করতেন, তাহলে বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত থাকত। এটা ছিল ঐতিহাসিক ভুল। জম্মু ও কাশ্মীর বিল দুটির পাশ করিয়ে ৭০ বছর ধরে বঞ্চিত মানুষদের ন্যায় বিচার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তখন বিরোধী বেঞ্চ তার বিরোধিতা করে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা নিয়ে করা মন্তব্যকে ঘিরে ট্রেজারি বেঞ্চ ও তৃণমূল সাংসদদের মধ্যে ব্যাপক হইহট্টগোল শুরু হয়ে যায়। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনা কাশ্মীর নিয়ে হচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা নিয়ে অলীক স্বপ্ন দেখছেন। আসলে রাজ্যে বারবার হারের সম্মুখীন হয়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি। এসব হাস্যকর মন্তব্য তারই প্রতিফলন। এর পরেই বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যেই সরকারপক্ষ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করিয়ে নেয়৷
আরও পড়ুন- ‘দিন-রাতের পার্থক্য বোঝে না’, রাহুলের উপর কোনও আস্থা ছিল না প্রণবের