কর্মীদের বেতন মেটাতে বাড়ি বন্ধক বাইজুসের!

Must read

প্রতিবেদন : কর্মীদের বেতন দিতে বাড়ি বন্ধক রেখেছেন বাইজু রবীন্দ্রন। বাইজুসের (Byjus) প্রতিষ্ঠাতা এখন তীব্র আর্থিক সংকটের মুখে। পরিস্থিতি এমন যে তিনি তাঁর বাসভবন, পৈতৃক বাড়ি এমনকী পরিবারের নামে থাকা বাড়ি ধার পাওয়ার জন্য জামানত হিসাবে রেখেছেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, তাঁর কোম্পানি বিরাট অর্থনৈতিক সংকটের মুখোমুখি। কর্মীদের বেতন দেওয়ার জন্যই তিনি এই পথে হাঁটতে বাধ্য হয়েছেন। বেঙ্গালুরুতে রবীন্দ্রন পরিবারের বাড়ি রয়েছে। সেইসঙ্গে বাইজুস (Byjus) কর্ণধারের বিরাট ভিলা তৈরি হচ্ছিল। সেই বিলাসবহুল ভিলাও বন্ধক রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাইজু রবীন্দ্রন ১২ মিলিয়ন মার্কিন ডলার ধার নিতে চাইছেন। আর সে-কারণেই এবার বাড়ি বন্ধক রেখেছেন। টাকা পেলে তিনি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন। আসলে যা পরিস্থিতি, বাইজুসের ১৫ হাজার কর্মীর বেতন দেওয়াটাই তাঁর কাছে এখন বড় চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, শিশুদের জন্য কোম্পানির যে ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম আছে, সেটাও বিক্রি করে দিতে চাইছে বাইজুস। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে সেটা বিক্রি করতে চাইছে কোম্পানি। অন্যদিকে শেয়ার বিক্রি করেও টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বাইজুসের মালিকের বিরুদ্ধে ইডি নোটিশ জারি করে বলেছিল, কোম্পানি ফরেন এক্সচেঞ্জের নিয়ম ভেঙেছেন তিনি। প্রায় ৯,৩৬২ কোটি টাকার অর্থের গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইডির তরফে রবীন্দ্রন ও তাঁর কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন উভয়কেই নোটিশ পাঠানো হয়েছিল।

আরও পড়ুন- ‘দিন-রাতের পার্থক্য বোঝে না’, রাহুলের উপর কোনও আস্থা ছিল না প্রণবের

Latest article