মার্কিন মুলুকে প্রতিদিন বেড়ে চলেছে বন্দুকবাজের হামলা। ছাড় পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ও। লাস ভেগাসের (Las Vegas) এক বিশ্ববিদ্যালয়ে এবার চলল গুলি। তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। হাসপাতালে ভর্তি আরও একজন। জানা গিয়েছে, অবস্থা সঙ্কটজনক। তবে ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন-মেসির আগে রোনাল্ডো
পুলিশ জানিয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে এক বন্দুকবাজ হামলা চালায়। সেই সময় বেশ কিছু পড়ুয়া বাইরেই বসেছিল। এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়। জখমও হন অনেকে। সূত্রের খবর, হামলা চালানোর পর সেই বন্দুকবাজ গুলি চালিয়ে নিজের প্রাণও নিয়ে নেয়। মৃতদের পরিচয় এখনও অজানা।
আরও পড়ুন-খাড়্গের নৈশভোজে নেই তৃণমূল
আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিম হলে, যেখানে বিজনেস স্কুল ও অন্যান্য বিভাগগুলি রয়েছে, সেখানে বন্দুকবাজ ঢুকে আনুমানিক ৭-৮টি গুলি চালায়। স্টুডেন্ট ইউনিয়নেও গুলি চালানো হয়। গোটা ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের তরফে পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।