খাড়্গের নৈশভোজে নেই তৃণমূল

হঠাৎ করে তার সময় পরিবর্তন হলে দলের প্রতিনিধিদের পক্ষে অন্য কর্মসূচির কারণে সেখানে উপস্থিত হওয়া সবসময় সম্ভব নয়।

Must read

প্রতিবেদন : কংগ্রেস সভাপতির ডাকা নৈশভোজে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই অন্যান্য দলের সঙ্গে কথা না বলে তড়িঘড়ি বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিজের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ঘোষণা করেছিলেন। এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উপস্থিত থাকতে পারবেন না জানানোয় ওই বৈঠক বাতিল করে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়। তবে অন্য কর্মসূচির কারণে আলাদাভাবে নৈশভোজে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-কার্ডিওমেটাবলিক রোগ প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

পাশাপাশি বিষয়টি নিয়ে বিজেপির অপপ্রচার উড়িয়ে তৃণমূল-সহ অন্য বিরোধী দলের নেতারা বলেছেন, জোটের বৈঠক ভেস্তে যায়নি বা ইন্ডিয়া জোটও ভেঙে যায়নি। পরবর্তী বৈঠক হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। যদিও বুধবারের নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সংসদ চলাকালীন ঘরোয়াভাবে এ-ধরনের বৈঠক প্রতিদিন সকালে সংসদের ভিতরেই হয়। হঠাৎ করে তার সময় পরিবর্তন হলে দলের প্রতিনিধিদের পক্ষে অন্য কর্মসূচির কারণে সেখানে উপস্থিত হওয়া সবসময় সম্ভব নয়।

Latest article