পাখির চোখ লোকসভা ভোট। ভোটের আগের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চান না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাই নিজের লোকসভায় বার্ধক্যভাতা থেকে বঞ্চিত ৭০ হাজার মানুষের সহযোগিতায় তৎপর হলেন তিনি। স্বেচ্ছাসেবক নিয়োগ করে শুরু করলেন সবার কাছে বার্ধক্যভাতা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ। ডিসেম্বর মাসের মধ্যে বঞ্চিত সকলের কাছে বার্ধক্যভাতা পৌঁছে দিতে চান অভিষেক। বেসরকারি স্বেচ্ছাসেবকও এই মর্মে নিয়োগ করেছে তিনি।
আরও পড়ুন-ফের তামিলনাড়ু, কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা
এই লোকসভা কেন্দ্রে ২০৩টি শিবির করবেন তাঁরা। বার্ধক্যভাতার আবেদন শিবিরে গ্রহণ করা হবে। শিবির পর্যন্ত পৌঁছতে অক্ষম হলে স্বেচ্ছাসেবকরা তাঁকে বাড়ি গিয়ে কাগজে সই করাবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ভাতা পাইয়ে দেওয়ার জন্য আশাবাদী অভিষেক। কেউ ভাতা না পেলে তাঁকে আর্থিক সাহায্য করবেন তিনি এই কথাও বলা হয়। এক ডাকে অভিষেক নিজেদের এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ করে লেখে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় ওল্ড-পেনশন স্কিমের অধীনে নিবন্ধিত ব্যক্তিদের জন্য ডায়মন্ড হারবারে ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছিল। তিনি বয়স্ক ব্যক্তিদের সহায়তার মাধ্যমে তার শপথকে বাস্তবে রূপান্তরিত করেছেন, মানবকল্যাণের প্রতি তার দৃঢ় অঙ্গীকার প্রমাণ করেছেন।’
আরও পড়ুন-চিতাবাঘের দেহ উদ্ধার, পিটিয়ে খুন?
প্রসঙ্গত, এর আগে রাজ্যের বঞ্চনার অভিযোগে ১০০ দিনের কাজের শ্রমিকরা দিল্লির ধরনায় তাঁর সঙ্গে যোগদান করেছিলেন। তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন অভিষেক। এবার বার্ধক্যভাতা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।