রাজ্যে আরও ২ ডপলার রেডার, মিলবে দুর্যোগের নির্ভুল পূর্বাভাস

কলকাতার নবমহাকরণ ভবনের ছাদে সেটি রাখা হয়েছে। কিছুদিন আগেই ভবনটি কলকাতা হাইকোর্টের বর্ধিত অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে।

Must read

রাজ্যের আবহাওয়ার (weather) আগাম বার্তা দিতে ও নির্ভুল দুর্যোগের পূর্বাভাস দিতে রাজ্যে আরও ২টি ডপলার রেডার (Doppler radar) বসতে চলেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মালদা ও ডায়মন্ড হারবারে ২টি ডপলার রেডার বসছে। ভারতীয় আবহাওয়া দফতর এরপর থেকে বিহারের একাংশ, গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার ওপর নজরদারি করতে পারবে। এই মুহূর্তে রাজ্যের একটি মাত্র ডপলার রেডারটি রয়েছে। কলকাতার নবমহাকরণ ভবনের ছাদে সেটি রাখা হয়েছে। কিছুদিন আগেই ভবনটি কলকাতা হাইকোর্টের বর্ধিত অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে।

একটি রেডার বাংলার উত্তরের জেলায় ও একটি দক্ষিণের জেলায় বসবে। মালদায় বসতে চলেছে একটি সি ব্যান্ড রেডার। অনেকদিন ধরে এই রেডারটি বসানোর পরিকল্পনা চলছিল। এটি বাস্তবায়িত হলে আবহাওয়ার নির্ভুল অবস্থা জানাতে পারবে মৌসম ভবন। বিদেশিদের ওপরে নির্ভর করার প্রয়োজন হবে না। এই ডপলার রেডার ৩৫০ – ৪০০ কিলোমিটার পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারবে ।

দ্বিতীয় রেডারটি বসতে চলেছে ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার মহিলা কলেজে। এক্স ব্যান্ড এই রেডারের সাহায্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়গুলির ওপর নজরদারি করা হবে। ১০০ কিলোমিটার পাল্লার এই রেডার দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমাতে সাহায্য করবে। প্রবল বর্ষণ ও বজ্রপাতের তাৎক্ষণিক পূর্বাভাস এই রেডারের প্রযুক্তি ব্যবহার করে অনেকটাই সহজ হয়ে যাবে।এই মুহূর্তে গোটা দেশে মোট ৩৭টি ডপলার রেডার রয়েছে।

Latest article