বৃষ্টি মাথায় নিয়ে সূর্যরা ডারবানে

তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমে যেহেতু টি ২০ সিরিজ খেলবে ভারত।

Must read

ডারবান, ৭ ডিসেম্বর : তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমে যেহেতু টি ২০ সিরিজ খেলবে ভারত। তাই টি ২০ দলের ক্রিকেটাররাই আগে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফ টিম। রবিবার ডারবানে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম লড়াই। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংরা বৃষ্টি মাথায় করে ডারবানে পা রাখেন। বৃষ্টি থেকে বাঁচতে শ্রেয়সরা মাথায় তুলে নেন নিজেদের ট্রলি ব্যাগ।

আরও পড়ুন-রাজ্যে আরও ২ ডপলার রেডার, মিলবে দুর্যোগের নির্ভুল পূর্বাভাস

বুধবার ভোরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছিলেন সূর্যরা। ভারতীয় সময় অনেক রাতে ডারবান বিমানবন্দরে যখন অবতরণ করে টিম ইন্ডিয়ার বিমান তখন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। হোটেলে পৌঁছনোর সময়ও বৃষ্টির দাপট বাড়ে। বাস থেকে নেমে ক্রিকেটারদের অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে ট্রলি ব্যাগ মাথায় নিয়ে দৌড়ে টিম হোটেলে ঢুকে পড়েন। বৃহস্পতিবার দ্রাবিড়দের দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর একটি ভিডিও শেয়ার করে বিসিসিআই। সেখানে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বিমানবন্দর থেকে রিঙ্কুদের টিম বাস হোটেলের উদ্দেশে রওনা হয়। হোটেল কর্মীরা ভারতীয় রীতি মেনে স্বাগত জানান ক্রিকেটারদের। রিঙ্কু, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশানদের চোখে মুখে কোনও ক্লান্তির ছাপ ছিল না। বরং খোশমেজাজে দেখা গিয়েছে ক্রিকেটারদের।

আরও পড়ুন-কথা রাখলেন অভিষেক, বার্ধক্যভাতা নিয়ে অভিনব উদ্যোগ

রবিবার কিংসমেডে সিরিজের প্রথম টি ২০-তে সম্ভবত খেলতে পারবেন না দীপক চাহার। বাবার অসুস্থতার কারণে দেরিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছবেন তরুণ পেসার। তবে মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, অর্শদীপ সিংরা রয়েছেন। টি ২০ বিশ্বকাপের আগে সাত মাসের মতো সময়। আইপিএল ছাড়া খুব বেশি কুড়ি-বিশের সিরিজ নেই হাতে। তাই এই সিরিজে টিম কম্বিনেশন পরখ করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের মহড়া সেরে নেওয়ার কাজটা এগিয়ে রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ডারবানের পর সিরিজের বাকি দুই টি ২০ হবে ১২ ও ১৪ ডিসেম্বর যথাক্রমে গেবেরহা এবং জোহানেসবার্গে।

আরও পড়ুন-চিনের অজানা নিউমোনিয়ার ব্যাক্টেরিয়া ভারতে! দিল্লির এইমসে ভর্তি ৭

টি ২০ সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজ ১৭-২১ ডিসেম্বর। শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে রোহিত শর্মার নেতৃত্বে সিনিয়ররা প্রায় সবাই খেলবেন। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট সেঞ্চুরিয়নে। দ্বিতীয় তথা শেষ টেস্ট ৩-৭ জানুয়ারি কেপটাউনে। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত।

Latest article