সংবাদদাতা, জলপাইগুড়ি : বিঘার পর বিঘা ফসল নষ্ট করল হাতির (Elephant) দল। অতিষ্ঠ হয়ে উঠেছেন জলপাইগুড়ি জেলার কাঠামবাড়ি এলাকার চাষীরা। দিনকয়েক ধরে হাতির দল হামলা চালাচ্ছে। আপালচাদ জঙ্গল থেকে বেরিয়ে সিদাবারি এলাকায় ঢুকে পড়েছে। সেখানে আলু, লঙ্কা, লাউ, পটলখেতে হামলা চালাচ্ছে। শুক্রবার রাতে প্রায় ৫০ বিঘা জমির ফসল নষ্টই করেছে হাতির (Elephant) দল। প্রায় ৪০-৫০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা। রাতে জমিতে হামলা চালিয়ে ভোর নাগাদ গ্রামে ঢুকে পড়ছে হাতির দলটি। গ্রামে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে সোজা তিস্তার চরে গিয়ে আশ্রয় নিচ্ছে। শুক্রবারও হাতির দলটি সাতসকালে সিদাবাড়ি গ্রামে হামলা চালিয়ে স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে তিস্তার চরে গিয়ে আশ্রয় নিয়েছে। হাতির ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে হাতিগুলির ওপর নজরদারি চালাতে থাকেন। ওরা যাতে ফের গ্রামে না ঢুকে পড়ে তার জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে। বন দফতর জানিয়েছে, সন্ধের পর হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি শনিবার সকালে একদল হাতি ঢুকে পড়ে মেটেলি ব্লকের জুরন্তি চা-বাগানে। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর চাপড়ামি জঙ্গলে চলে যায়। চা-বাগানে হাতি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। তবে এখানে হাতির দলটি কোনও ক্ষতি করেনি।