মহুয়ার অনৈতিক বহিষ্কারে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল

Must read

সংবাদদাতা, নদিয়া : মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সংসদ থেকে অনৈতিকভাবে বহিষ্কারের প্রতিবাদে শনিবার পথে নামল তৃণমূল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক স্থানে তো বটেই, গোটা রাজ্য জুড়ে হয়েছে প্রতিবাদ মিছিল, পথসভা ও বিক্ষোভ। কৃষ্ণনগর শহরে সভায় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা যোগ দেন। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মিছিল করে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভা করে। সংগঠনের জেলা সভাপতি অতনু রায়ের দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হোক। তেহট্ট ১ ব্লকে মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক তাপস সাহা। চাপড়ার তৃণমূল ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম বলেন, এভাবে মুখ বন্ধ করা যাবে না। নাকাশিপাড়ায় মিছিলের পুরোভাগে ছিলেন নাকাশিপাড়া ব্লক সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায়। কৃষ্ণনগর ১ ব্লকের উত্তরের তৃণমূল সভাপতি দেবব্রত ঘোষ, তেহট্ট ২ ব্লক সভাপতি দেবাশিস বিশ্বাস মিছিল করেন। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল হয়। ছিলেন বিধায়ক মোশারফ হোসেন, যোগেন্দ্রনাথ রায়, পূজা দাস, মোজাফফর হোসেন, রিনা সরকার প্রমুখ।

আরও পড়ুন- কেন্দ্রের জনবিরোধী সরকারকে ছুঁড়ে ফেলার ডাক

Latest article