ঘরের মাঠে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ০ পাঞ্জাব এফসি ০

Must read

প্রতিবেদন : আইএসএলে টানা দুটো ম্যাচ জয় এখনও অধরাই লাল-হলুদের। নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দেওয়ার পরের ম্যাচেই পাঞ্জাব এফসির (East Bengal- Punjab FC) কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ছয় নম্বরে উঠে এলেও, এদিনের পয়েন্ট নষ্ট ভোগাতে পারে কার্লেস কুয়াদ্রাতের দলকে।
এদিন জোড়া বদল করে দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। আহত খাবরার জায়গায় নিশুকুমার। অন্যদিকে, বিষ্ণুর পরিবর্তে শুরু থেকেই মাঠে নেমেছিলেন নন্দকুমার। যদিও ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। শুরু থেকে গোলের জন্য ঝাঁপালেও, লাল-হলুদের (East Bengal- Punjab FC) আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। পাঞ্জাব বক্সের কাছে পৌঁছে বারবার খেই হারিয়ে ফেলছিলেন মহেশ-বোরহারা।
উল্টে ৩৬ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন পাঞ্জাবের জুয়ান মেরা। লাল-হলুদের প্রাক্তনী স্প্যানিশ উইঙ্গারের বাঁক খাওয়ানো শট প্রভসুখন গিলকে পরাস্ত করে পোস্টে লেগে ফিরে আসে। নইলে তখনই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল খেলতেই থাকেন ক্লেটনরা। ৬০ মিনিটে জুয়ানের সেন্টার থেকে কৃষ্ণনন্দ সিংয়ের হেড সরাসরি প্রভসুখনের হাতে জমা পড়ে। গোলের জন্য মরিয়া কুয়াদ্রাত ৬২ মিনিটে একসঙ্গে তিনটে বদল করেন। নন্দকুমার, বোরহা ও নিশুকে তুলে নিয়ে মহম্মদ রাকিপ, বিষ্ণু ও পারদোকে মাঠে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। এরপর ৮০ মিনিটে ক্রেসপোকে তুলে নিয়ে জেভিয়ার সিভেরিওকে মাঠে নামান কুয়াদ্রাত। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ৮২ মিনিটে পাঞ্জাবের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে পৌঁছে গিয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন বিষ্ণু।

আরও পড়ুন- কেন্দ্রের জনবিরোধী সরকারকে ছুঁড়ে ফেলার ডাক

Latest article