সংবাদদাতা, দিঘা : রাজ্যে শান্তি ও সংহতিরক্ষার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির প্রাঙ্গণ বা কলকাতার রানি রাসমণি রোডে চণ্ডীপাঠের আসর করতে চায়। রাজ্যের কয়েক হাজার সদস্য ব্রাহ্মণ চণ্ডীপাঠে অংশ নেবেন। সেখানে সনাতন ধর্মী সকলকেই আমন্ত্রণ জানানো হবে। তৃণমূল নিয়ন্ত্রিত সংগঠনের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কারামন্ত্রী অখিল গিরি ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ইতিমধ্যে একপ্রস্থ আলোচনা করেছেন।
আরও পড়ুন-শীত এল, আহিরণ বিলে এল না পরিযায়ী পাখি, ১০০ দিনের টাকা না মেলায় বন্ধ সংস্কার
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য দফতর মেচেদায়। সেখানে এই বিষয় নিয়ে রাজ্য কমিটির বৈঠকও হয়েছে। প্রাথমিকভাবে সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করলেও দুই মন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেলে তবেই চণ্ডীপাঠের দিনক্ষণ চূড়ান্ত হবে। এ নিয়ে রাজ্য সরকারের কাছেও প্রস্তাব পাঠিয়েছে সংগঠন। কলকাতার ব্রিগেডে বিজেপির গীতাপাঠের পাল্টা হিসেবে সংগঠন চায় দলবদলু গদ্দার অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে চণ্ডীপাঠের আয়োজন করতে। সংগঠনের জেলা নেতাদের দাবি, দলবদলু অধিকারী সনাতন সনাতন বলে চিৎকার করছেন। কিন্তু সনাতন কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।