প্রতিবেদন : ফৌজদারি বিচার ব্যবস্থার পুনর্গঠন করার জন্য অগাস্টে লোকসভায় যে তিনটি নতুন বিল (Three criminal law Bills) পেশ করা হয়েছিল তা প্রত্যাহার করছে কেন্দ্র। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনী সহ নতুন বিলের খসড়া তৈরি হবে। সংসদে নতুন করে পেশ করা হবে ভারতীয় দণ্ডসংহিতা।
গত বাদল অধিবেশনে এই তিন বিল (Three criminal law Bills) লোকসভায় পেশ করা হয়। তারপরই বিল পর্যালোচনায় একগুচ্ছ সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি। গত নভেম্বরে রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়। চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। যদিও সোমবার সন্ধ্যায় জানা যায়, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন করে খসড়া তৈরি করা হবে এবং পুনরায় পেশ করা হবে লোকসভায়।
আরও পড়ুন- আর্থিক বঞ্চনার প্রতিবাদে রাজ্যসভায় এককাট্টা ইন্ডিয়া