সংবাদদাতা, দিঘা : দিঘা স্টেট জেনারেল হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে ৬৭ লক্ষ টাকায় বেশ কিছু পরিকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। হাসপাতালের সামনে একটি প্রতীক্ষালয় ও সাইকেল স্ট্যান্ড তৈরির কাজ চলছে। পাশেই হচ্ছে শৌচালয়। রোগীদের ওঠানামার সুবিধার জন্য তৈরি হচ্ছে একটি র্যা-ম্প। এছাড়া মূল গেট থেকে হাসপাতাল ভবনের প্রবেশপথ পর্যন্ত চওড়া ঢালাই রাস্তা তৈরি হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে বসেছে একটি হাইমাস্ট বাতিস্তম্ভ।
আরও পড়ুন-প্রাথমিক টেটের জন্য ২৪ ডিসেম্বর চলবে বাড়তি ১০৪টি মেট্রো
পর্ষদের এই উদ্যোগে খুশি রোগীর পরিবার-পরিজন। হাসপাতাল সুপার সন্দীপ বাগ বলেন, উন্নয়ন পর্ষদের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিকবার আলোচনা হয়। ওঁরা আমাদের প্রস্তাব জমা দিতে বলেন। প্রস্তাব জমা দেওয়ার পর প্ল্যান, এস্টিমেট করে কাজ শুরু হয়েছে। আগামী দিনে আরও কিছু বাহ্যিক পরিকাঠামো উন্নয়নের কাজ করব। পর্ষদের প্রশাসক সৈকত হাজরা বলেন, দিঘায় আসা পর্যটকেরা আমাদের অতিথি। অসুস্থ হলে তাঁরা যাতে এই হাসপাতালে এসে ভাল পরিষেবা পান, বিষয়টি সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। তাই দিঘা হাসপাতালের বাহ্যিক পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আরও প্রস্তাব আছে। ধীরে ধীরে সবটাই বাস্তবায়িত হবে। হাসপাতালের পরিকাঠামোগত উন্নতিতে খুশি পর্যটক-সহ দিঘার বাসিন্দারাও।