চিলড্রেনস পার্ক, ড্রেন, পাকা রাস্তার পাশাপাশি ডেঙ্গিরোধে হচ্ছে সোকপিট

পঞ্চদশ অর্থ কমিশন ও পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকায় হচ্ছে এইসব কাজ। ডেঙ্গি মোকাবিলা করতে বিভিন্ন জায়গায় হচ্ছে সোকপিট।

Must read

প্রতিবেদন : নদিয়ার (Nadia) সীমান্তবর্তী ব্লক কালীগঞ্জের প্রত্যন্ত এলাকা মাটিয়ারিতে ভাগীরথীর ধারে চিলড্রেনস পার্ক-সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি এই পার্কের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এ ছাড়াও মাটিয়ারি বানপুর পঞ্চায়েতের তরফে ড্রেন, রাস্তা ইত্যাদির কাজ চলছে। পঞ্চদশ অর্থ কমিশন ও পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকায় হচ্ছে এইসব কাজ। ডেঙ্গি মোকাবিলা করতে বিভিন্ন জায়গায় হচ্ছে সোকপিট।

আরও পড়ুন-দিঘা হাসপাতালের পরিকাঠামো বাড়াতে এগিয়ে এল উন্নয়ন পর্ষদ

কালীগঞ্জের মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে টানা দশ বছর ক্ষমতায় আছে তৃণমূল। গত পঞ্চায়েত ভোটেও ১৪ আসনের পঞ্চায়েতে ৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল। তৃতীয়বার ক্ষমতায় এসেই উন্নয়ন-কাজে জোর দেয় পঞ্চায়েত। মানুষের বেশ কিছু সমস্যা দূর করতে মাঠে নেমে পড়ে তারা। পঞ্চায়েতের এলাকার বিভিন্ন জায়গায় ৮৫টি সোকপিট তৈরি করা হচ্ছে গ্রামীণ এলাকায় ডেঙ্গি মোকাবিলায়। এর জন্য বরাদ্দ হয়েছে ৫২ লক্ষ টাকা। ৭ লক্ষ টাকায় হচ্ছে পাকা ড্রেন। পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুল শেখ জানান, পঞ্চায়েত ভোটের সময়ে আমরা রাস্তা, ড্রেন ইত্যাদি সমস্যার সমাধানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেইমতো কাজ শুরু হচ্ছে। তবে সবচেয়ে বড় কাজ সোকপিট তৈরি। আর পঞ্চায়েত সমিতির তরফে নির্মীয়মাণ চিলড্রেনস পার্কটি সকলের নজর কাড়বে। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন বলেন, মাটিয়ারি পঞ্চায়েতে শিশুদের জন্য তৈরি পার্কে খেলার বিভিন্ন সরঞ্জাম থাকবে।

Latest article