অসমের সেনা শিবিরের সামনে বিস্ফোরণের দায় নিল আলফা

Must read

আবারও অসমের সেনা শিবিরের সামনে বিস্ফোরণ। তিনসুকিয়ার পর শুক্রবার জোরহাটে সেনা শিবিরের মূল প্রবেশপথের বাইরে বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণের তীব্রতা কম ছিল। এর দায় স্বীকার করেছে আলফা (Ulfa- Assam)।

আলফা জঙ্গি গোষ্ঠীর এই অংশটির নেতৃত্বে রয়েছে পরেশ বরুয়া। গোয়েন্দাদের দাবি, বেজিং তাঁদের সাহায্য করছে। এর আগে তিনসুকিয়া ও শিবসাগরে হামলার দায়ও নিয়েছিল আলফা।

জোরহাটের লিচুবাড়ি এলাকায় ঠিক রাত ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা কমিশনার পুলক মহন্ত ও সিনিয়র পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই এলাকার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেনা শিবিরের ভিতরেও রয়েছে কড়া পাহারা।

আরও পড়ুন- ভারতের লাদাখকে ফের নিজেদের অংশ বলে দাবি করল চিন

 

Latest article