আবারও অসমের সেনা শিবিরের সামনে বিস্ফোরণ। তিনসুকিয়ার পর শুক্রবার জোরহাটে সেনা শিবিরের মূল প্রবেশপথের বাইরে বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণের তীব্রতা কম ছিল। এর দায় স্বীকার করেছে আলফা (Ulfa- Assam)।
আলফা জঙ্গি গোষ্ঠীর এই অংশটির নেতৃত্বে রয়েছে পরেশ বরুয়া। গোয়েন্দাদের দাবি, বেজিং তাঁদের সাহায্য করছে। এর আগে তিনসুকিয়া ও শিবসাগরে হামলার দায়ও নিয়েছিল আলফা।
জোরহাটের লিচুবাড়ি এলাকায় ঠিক রাত ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা কমিশনার পুলক মহন্ত ও সিনিয়র পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই এলাকার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেনা শিবিরের ভিতরেও রয়েছে কড়া পাহারা।
আরও পড়ুন- ভারতের লাদাখকে ফের নিজেদের অংশ বলে দাবি করল চিন