ধর্মতলার ফুটপাথে হকার নিয়ন্ত্রণে এবার তৎপর হল পুরসভা

Must read

প্রতিবেদন : হাইকোর্টের নির্দেশের পর নিউমার্কেট চত্বরে হকার নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata municipality) ও টাউন ভেন্ডিং কমিটি। ফুটপাথের দু’দিকে বসা হকারদের দোকানপাট গুটিয়ে জায়গা খালি করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এখন থেকে ফুটপাথের দু’দিকে আর নয়, একদিকেই বসবে দোকান। তবে কোনও হকারকেই একেবারে উচ্ছেদ করা হবে না বলে আশ্বাসও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ধর্মতলার নিউমার্কেট এলাকার পাঁচতারা হোটেলের সামনে হকার নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন পুরসভা ও ভেন্ডিং কমিটির আধিকারিকরা। কমিটি সূত্রে খবর, ২০১৫ সালের রেকর্ড অনুযায়ী ওই ফুটপাথে ১১৬ জন নথিভুক্ত হকার রয়েছেন। শুধুমাত্র তাঁদেরই ফুটপাথের এক-তৃতীয়াংশ অংশে বসতে দেওয়া হবে। বাকি হকারদের জন্য আলোচনার মাধ্যমে বিকল্প জায়গার ব্যবস্থা করবে পুরসভা (Kolkata municipality)। কিছুদিন আগেই নিউমার্কেটের ওই পাঁচতারা হোটেলের সামনের হকারদের হটিয়ে ফুটপাথ ফাঁকা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পর বুধবার টাউন ভেন্ডিং কমিটি হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারের উপস্থিতিতে পুরসভায় বৈঠকে বসে। কমিটির সদস্য শক্তিমান ঘোষ বলেন, কোনও হকারকে উচ্ছেদ করা হবে না। প্রাথমিকভাবে ১১৬ জন নথিভুক্ত হকার নির্দিষ্ট জায়গায় দোকান খুলে ব্যবসা করার অনুমতি পাবেন। এদিন ফুটপাথের মাপজোক করে এক-তৃতীয়াংশ অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভারতের লাদাখকে ফের নিজেদের অংশ বলে দাবি করল চিন

Latest article