ভিসা ছাড়াই এবার ইরানে (Visa- Iran) প্রবেশ করতে পারবেন ভারতীয়রা। ইরানের পর্যটন মন্ত্রকের তরফে ভিসা ছাড়াই সেদেশে প্রবেশের সিদ্ধান্ত ৩৩ টি দেশের ক্ষেত্রে নেওয়া হয়েছে। হিজাববিরোধী আন্দোলন এবং এই আন্দোলনের জেরে প্রতিবাদ করতে গিয়ে প্রশাসনের দমনপীড়নের কারণে আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে গিয়েছে ইরান। তাই এবার পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- যৌন হেনস্থার শিকার বিচারক, তদন্ত না হওয়ায় জীবন শেষ করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি
৩৩টি দেশের নাগরিকরা ইরানে (Visa- Iran) বিনা ভিসায় প্রবেশ করতে পারবে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে রাশিয়া, জাপান, তিউনিশিয়ার মতো একাধিক দেশ। তবে ব্রিতেন, আমেরিকার মতো দেশের নাম এই তালিকায় নেই। দিন কয়েক আগেই শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ভিয়েতনামে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পেয়েছিলেন ভারতীয়রা।