প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সরকার অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অনুপ ঘোষালের (Anup Ghoshal) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অনুপ ঘোষালের (Anup Ghoshal)  প্রয়াণে সঙ্গীত জগতের  অপূরণীয় ক্ষতি হল। আমি  অনুপ ঘোষালের  আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“

নজরুলগীতি ছাড়াও অনুপ ঘোষাল বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে  ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।

আরও পড়ুন- যৌন হেনস্থার শিকার বিচারক, তদন্ত না হওয়ায় জীবন শেষ করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

Latest article