চলন্ত ট্রেনে সার্ভিস রিভলবার থেকে গুলি, আত্মঘাতী কনস্টেবল

Must read

চলন্ত ট্রেনের মধ্যে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপি কনস্টেবল। বর্ধমানে (Howrah- Bardhaman) পালসিট স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কী কারণে এই ঘটনা ঘটল চলছে চদন্ত। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা ১ টা নাগাদ হাওড়াগামী বর্ধমান (Howrah- Bardhaman) লোকাল ট্রেনে বেশ ভিড় ছিল। এমন সময়েই হঠাৎ গুলির আওয়াজ। দেখা যায়, এক যুবক সিটের কোণায় পড়ে রয়েছেন। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকজন মহিলা যাত্রী ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

রেল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। জানা গিয়েছে, শুভঙ্কর আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে ওই যুবকের কাছে একটি ফোন আসে। কথা শেষ করে মোবাইল রাখার কিছুক্ষণের মধ্যেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।

আরও পড়ুন- যৌন হেনস্থার শিকার বিচারক, তদন্ত না হওয়ায় জীবন শেষ করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

Latest article