প্রতিবেদন : নাবালিকাকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যোগীরাজ্যের বিজেপি বিধায়ক। তাঁকে এবার ২৫ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত। নিয়মমতো, এরপর এই কীর্তিমান বিজেপি নেতার বিধায়ক পদ খারিজ হতে চলেছে।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার দুধি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি রামদুলার গোঁদকে (Ramdular Gond) মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিল আদালত। আদালতের নির্দেশে বিধায়ককে এরপর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। শুক্রবার রামদুলার গোঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত। তাঁর ২৫ বছরের জেল হয়েছে।
আর পড়ুন- তৃণমূলের মহিলাদের সংঘবদ্ধ শপথ: টানা ৪৫ দিনের কর্মসূচি, পাড়ায় বৈঠক, তুমুল উৎসাহ
জানা গিয়েছে, ন’বছর আগে ২০১৪ সালে রামদুলারের বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলাতেই দোষী প্রমাণিত হয়েছেন তিনি। নাবালিকা ধর্ষণের দায়ে ২৫ বছর কারাবাসের সাজা শুনিয়েছে সোনভদ্রের আদালত। স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সোনভদ্র) সত্যপ্রকাশ ত্রিপাঠী জানান, শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিধায়ক রামদুলারকে আদালতে আনা হয়েছিল। আদালত তাঁকে ২৫ বছরের সাজা দিয়েছে এবং সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে। আদালত জরিমানার পুরো টাকা পীড়িতকে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পকসো আইনের কিছু ধারার অধীনে বিধায়ককে দোষী সাব্যস্ত করে আদালত।
নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেন, পীড়িতা জানায় যে রামদুলার (Ramdular Gond) তাকে হুমকি দিয়ে গত এক বছরে আরও কয়েকবার ধর্ষণ করেছে। বিজেপি বিধায়কের কীর্তিতে প্রবলভাবে মুখ পুড়েছে বিজেপির।